Terms & Conditions
১. সাধারণ শর্তাবলী:
FileBoxBD থেকে কেনাকাটা করলে আপনি আমাদের সকল নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেন।
আমরা যেকোনো সময় আমাদের নীতিমালা পরিবর্তন করতে পারি এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২. ডিজিটাল পণ্য এবং সেবা:
আমরা শুধুমাত্র ডিজিটাল পণ্য বিক্রি করি এবং আমাদের ওয়েবসাইট থেকে কেনা পণ্য শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রযোজ্য।
আপনি আমাদের পণ্য অনুমতি ছাড়া বিক্রি, বিতরণ বা পুনরায় ব্যবহার করতে পারবেন না।
৩. অর্থপ্রদান (Payment) ও অর্ডার প্রসেসিং:
সমস্ত অর্থপ্রদান Bkash, Rocket, Nagad, Bank Deposit ইত্যাদির মাধ্যমে গ্রহণ করা হয়।
একবার অর্থপ্রদান নিশ্চিত হলে তা ফেরতযোগ্য নয়।
৪. বিতরণ (Delivery) নীতি:
সাধারণত অর্ডার পেমেন্ট নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ডেলিভারি করা হয়। তবে কিছু ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
৫. অ্যাকাউন্ট ও নিরাপত্তা:
আমাদের সাইটে রেজিস্ট্রেশন করলে, আপনি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
কোনো অননুমোদিত ব্যবহার হলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।
৬. দায়বদ্ধতা সীমাবদ্ধতা:
আমরা কোনো প্রযুক্তিগত ত্রুটি, সিস্টেম ডাউন, হ্যাকিং, বা অন্যান্য সমস্যার কারণে সৃষ্ট ক্ষতির জন্য দায়ী নই।
আমাদের পণ্য ব্যবহারের ফলে কোনো ক্ষতি হলে আমরা তার জন্য দায়ী থাকব না।
৭. পরিবর্তন ও সংশোধন:
আমরা যেকোনো সময় আমাদের শর্তাবলী পরিবর্তন করতে পারি এবং তা ওয়েবসাইটে আপডেট করা হবে।
Terms & Conditions
Welcome to FileBoxBD! By accessing and using our website, services, and products, you agree to abide by the following terms and conditions:
Acceptance of Terms
By accessing and using FileBoxBD, you accept and agree to comply with these terms and conditions, and any updates made periodically.
Account Registration
To access certain features or purchase products, you may need to register an account. You are responsible for maintaining the confidentiality of your account details and for all activities under your account.
Intellectual Property
All content on FileBoxBD, including digital products, logos, and website design, are protected by copyright laws and remain the property of FileBoxBD unless specified otherwise.
Products and Services
FileBoxBD offers digital products and services. These digital products are non-refundable once downloaded, except in cases where the product is defective or not as described.
Refund and Cancellation Policy
We do not offer refunds on digital products once they are downloaded. If you encounter an issue with a product, please contact us for assistance.
Privacy
Your privacy is important to us. We will protect your personal information in accordance with our Privacy Policy. By using our website, you agree to the collection and use of your data as per our policy.
Limitation of Liability
FileBoxBD is not liable for any loss or damage caused by the use of our website or services, including any data loss, or errors in digital products.
Amendments to Terms
FileBoxBD reserves the right to update or modify these terms and conditions at any time. Any changes will be posted on this page.
Governing Law
These terms and conditions are governed by the laws of Bangladesh. Any disputes will be resolved under the jurisdiction of Bangladesh.
By using FileBoxBD, you accept and agree to all of these terms and conditions.